শার্শা ও চৌগাছায় বিজিবির একক টহল; ৩ জেলায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপনের ঘোষণা
নির্বাচনী নিরাপত্তায় বিজিবির কড়া নজরদারি: সীমান্ত সুরক্ষিত রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট-২’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধে বিশেষ সংবাদ সম্মেলন করেছে যশোর-৪৯ বিজিবি। সোমবার বেনাপোল সদর দপ্তরে এই সম্মেলনে নির্বাচনী নিরাপত্তা ছক তুলে ধরেন কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজিবির নির্বাচনী পরিকল্পনার মূল দিকসমূহ:
• যশোর, গোপালগঞ্জ ও নড়াইলের ১৬টি থানায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন।
• শার্শা ও চৌগাছা উপজেলায় বিজিবির একক টহল ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
• মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৯ জানুয়ারি থেকে ফোর্স মোতায়েন।
বর্তমানে বিজিবি সদস্যরা ‘অপারেশন ডেভিল হান্ট-২’ এর মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং টহল কার্যক্রম জোরদার করেছে। এছাড়া সীমান্ত এলাকার সুশীল সমাজের সাথে মতবিনিময়ের মাধ্যমে জনসচেতনতা তৈরির কাজও চলছে বলে জানানো হয়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সীমান্ত এলাকায় কড়া নজরদারিতে বিজিবি।