যশোর
যশোর-১ শার্শা আসনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল; শেষ দিনে উৎসবমুখর পরিবেশ
বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টিসহ ৩ হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর লড়াই; উপজেলার ৩ লাখ ১১ হাজার ভোটারের রায় কোন দিকে?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে শেষ দিনে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে এই মনোনয়ন জমা নেওয়া হয়।
মনোনয়ন দাখিল করেছেন যারা:
- মোহম্মদ আজিজুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
- নুরুজ্জামান লিটন (বিএনপি)
- মফিকুল হাসান তৃপ্তি (স্বতন্ত্র ও বিএনপি নেতা)
- আবুল হাসান জহির (স্বতন্ত্র ও উপজেলা বিএনপি সভাপতি)
- শাহাজাহান আলী গোলদার (স্বতন্ত্র)
- জাহাঙ্গীর আলম চঞ্চল (জাতীয় পার্টি-জিএম কাদের)
- বখতিয়ার রহমান (ইসলামি ঐক্যজোট)
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। যশোর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে ১৬ জন বেশি।
শার্শার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচনের এই প্রস্তুতি ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।