যশোর
যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
নাভারন রেল স্টেশনে ঢাকা থেকে বেনাপোলগামী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের প্রাণহানি
যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২:৩০ মিনিটের দিকে নাভারন রেল স্টেশনে। নিহত বাবু শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত জুব্বার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন বাবু ট্রেনের পাশে বসে ছিল। ট্রেনটি নাভারন স্টেশনে পৌঁছালে প্লটফর্মের সাথে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে ক্ষতবিক্ষত হয়ে মারা যায়।
শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।