শার্শায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে নেতাকর্মীদের অবস্থান; সড়কে যান চলাচল বন্ধ
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের অনুসারীরা।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে কয়েক হাজার নেতাকর্মী কাফনের কাপড় পরিধান করে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে একজন ‘সংস্কারপন্থী নেতাকে’ মনোনয়ন দেওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে আশায় মাঠে নেমেছি।” যুবদল নেতা মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, “দলের দুঃসময়ে যে কোনো দিন মাঠে ছিলো না, সেই অতিথি পাখিকে আমরা মানি না।”
বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।