শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত
উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল; শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করার ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ
বিভিন্ন আয়োজনে যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন। সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশ যখন অন্ধকারে নিমজ্জিত, সে সময় এদেশের দায়িত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দায়িত্ব নেওয়ার পর দেশটাকে ধীরে ধীরে উন্নয়নের দিকে নিয়ে যান এবং ইরি ধান এনে এদেশের মানুষের খাদ্যের যোগান দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, যশোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং এগারোটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ।