শার্শায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
২৮ অক্টোবরকে ‘ভয়াল দিন’ আখ্যা দিয়ে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমানের বক্তব্য; ন্যায়বিচার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান
যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর নাভারণ বাজার থেকে মিছিল শুরু হয়ে নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মাওলানা আজীজুর রহমানের বক্তব্য ও অভিযোগ
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান ২৮ অক্টোবরকে ‘জাতীর ইতিহাসে এক ভয়াল দিন’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, ২০০৬ সালের ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং সহস্রাধিক আহত হন।
তিনি দাবি করেন, ওই দিন আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর উল্লাসে মেতে উঠেছিল, যা সারা বিশ্বে প্রচারিত হয়। তিনি এই ঘটনাকে পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা বলেও উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা জনগণের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।