জামায়াত কর্মীর পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
রাজনৈতিক মতবিরোধের জেরে হামলা; লক্ষণপুর ইউনিয়ন জামায়াত কর্মীকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর
যশোরের শার্শায় লুৎফর রহমান (৪০) নামের এক জামায়াত কর্মীর বাম পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার (২৪ অক্টোবর) শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকায় এ ঘটনা ঘটে। আহত লুৎফর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন সক্রিয় কর্মী।
আহত লুৎফর রহমান অভিযোগ করেন, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তোফাজ্জল হোসেন লিটনের খালাতো ভাই শাকিলসহ ৪-৫ জন তাঁকে আটকে রাজনৈতিক কারণে বেধড়ক মারধর করে বাম পা ভেঙে দেয়।
আহত লুৎফর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।