শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
কাজিরবেড় এলাকার পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাক্স থেকে মরদেহ উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার প্রাথমিক ধারণা
নিখোঁজের চারদিন পর যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাস্ক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।
নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনি ১১ অক্টোবর শার্শা থানায় জিডি করেছিলেন।
শার্শা থানার ওসি আব্দুল আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।