শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে এসপিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি
সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি ও ওসির 'অতি উৎসাহী' কর্মকাণ্ডের প্রতিবাদে আন্দোলন
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি ও শার্শা থানার ওসি আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবিতে যশোরের পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর ওসি আব্দুল আলিম এক স্কুল ছাত্রের মৌখিক অভিযোগের বিষয়ে কথা বলার জন্য সাংবাদিক মনিকে ডেকে আনেন। অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করা সত্ত্বেও, ওসি কোনো তদন্ত ছাড়াই বিশেষ কারো ফোনে কথা বলার পর অতি উৎসাহী হয়ে মামলা রেকর্ডের আগেই হ্যান্ডকাপ পরিয়ে ফেলেন এবং দ্রুত তাঁকে আদালতে পাঠান।
নেতৃবৃন্দ সন্দেহ করছেন যে, ওসি কোনো ব্যক্তি বা মহলের স্বার্থ রক্ষায় অভিযোগের সত্যতা যাচাই ছাড়াই মনিকে জেলে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁরা বলেন, ওসির এমন অতি উৎসাহী কর্মকাণ্ড কোনো ভাবেই আইন সম্মত নয়।
স্মারকলিপিতে জানানো হয়, ৩০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করা মনিরুল ইসলামের বিরুদ্ধে চারিত্রিক বা অনৈতিকতার কোনো অভিযোগ নেই। তাঁরা দৃঢ়ভাবে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায়ের দাবি জানাচ্ছে।
যশোর জেলার সাংবাদিক সমাজ অবিলম্বে শার্শা থানার বর্তমান ওসি আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবি করেছেন। একই দাবিতে সাংবাদিকরা কয়েক দফা মানববন্ধন ও সমাবেশ করেছেন এবং আগামিকাল ৯ অক্টোবর বেনাপোল স্থলবন্দর অবরোধের কর্মসূচি রয়েছে বলেও উল্লেখ করা হয়। দ্রুত দাবি না মানা হলে আরো দূর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।