শার্শায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে বিজয় র্যালি
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এক বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে। মঙ্গলবার বিকেল ৫টায় শার্শার নাভারন বাজারে এই র্যালি অনুষ্ঠিত হয়।
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় শার্শা উপজেলার নাভারন বাজারে এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে মিছিল আকারে র্যালিতে অংশ নেন।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা কামাল মিন্টু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক।
এছাড়াও র্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতারা বলেন, “এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।”