শার্শায় হতদরিদ্রের চাল ছিনতাই: দুইজনকে আটক করেছে পুলিশ
যশোরের শার্শা উপজেলায় হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিডব্লিউভি'র চাল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন মূল অভিযুক্ত এবং অপরজন তার সহযোগী।
শনিবার (২ আগস্ট, ২০২৫) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা গ্রাম থেকে মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) নামের দুইজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক মিজানুর বিশ্বাস ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে এবং লাল্টু বিশ্বাস একই গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে।
উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, গত বৃহস্পতিবার এই ইউনিয়নের ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল দেওয়া হয়েছিল। ভ্যানযোগে নিজেদের বাড়িতে যাওয়ার সময় ধলদা মোড়ে ইয়ানুর, মিজানুর বিশ্বাস, মশিয়ার ও রফিকুলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মিজানুর ও লাল্টুকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই হওয়া চালগুলো উদ্ধার করে ভুক্তভোগী নারীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।