যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবীর অভিযোগে যুবক আটক
বাগআঁচড়ার এক ব্যবসায়ীর ছেলের ওপর হামলা ও ৩ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।
যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্রাইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় জনৈক ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮-১০ জন দুর্বৃত্ত গতিরোধ করে। তখন অভিযুক্তরা বলেন, “তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী, এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোর সহ তোর বাবাকে যেখানে পাবো সেখানে ফেলে মারপিট করবো।” এ সময় চাঁদাবাজরা রিজভীকে বেদমভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমিন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮-১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
পুলিশ বুধবার মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজি মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”