বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে মিঠাখালী মাঠে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মান্নান হাওলাদার, মাহবুবুর রহমান মানিক, মৃধা ফারুকুল ইসলাম, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি, বাবলু ভুইয়া, এম এ কাশেম, নাহিদ খাঁন, জিয়াউর রহমান হিরন, খালিদ মাহমুদ সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল মোল্লা, ছাত্রদল নেতা মীর সাগর, এমরান হোসেন ডালিম, রাকিব, শাওন গাজীসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অনেক স্থানীয় নেতৃবৃন্দ পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।