টাঙ্গাইলের সখীপুর উপছেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার বেড়বাড়ী, সখীপুর থানার গেট ও কুতুবপুর নামকস্থানে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। সকাল ৭টার দিকে উপজেলার বেড়বাড়ী নামকস্থানে ট্রাক চাপা মামুন খান (২৮)নামের এক ব্যক্তি নিহত হয়।
নিহত মামুন খান টাঙ্গাইল সদর উপজেলার পৌর শহরের এনায়েতপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। রাতে ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
সকাল ৯টার দিকে সখীপুর থানার সামনে ট্রাক চাপায় জয়েন উদ্দিন (৭০) নামে এক মোটরসাইকেল নিহত হয়েছে। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা।
নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেনের জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের সঙ্গে মোটরসাইকেলে যোগে উপজেলার আড়াইপাড়া গ্রামে যাওয়ার পথে সখীপুর থানার সামনে এসে সড়কে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর নামকস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও সএনজির সংর্ঘষে আবু বকর (৪৫) এক ব্যক্তি নিহত হয়।তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
আবু বকর নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মাছ আনতে ঘাটাইল উপজেলার জোরদিঘী যাওয়ার পথে কুতুবপুর নামকস্থানে এসে সএনজির সাথে অটোরিকশার সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান,ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।