ভূমি মন্ত্রণালয়ের (জরিপ অধি শাখা-১) ২৪ অক্টোবর, ২০২৪ তারিখের ৩১.০০.০০০০.০৩৬.৯৯.০৩২.২০ (অংশ).২০২ প্রজ্ঞাপনে ২২৫ জন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারদের সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে চলতি দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সখিপুর উপজেলায় পদায়নকৃত কর্মকর্তা জনাব ফকির সামছুল হক সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে চলতি দায়িত্ব পেয়ে জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট যোগদান করেন এবং যোগদানকৃত উপজেলায় আসলে কর্মকর্তাকে কর্মরত সার্ভেয়ারগণ ও কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা অনুষ্ঠানে এ উপজেলায় সংযুক্তিতে কর্মরত পদায়নকৃত কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলমকে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ থাকে যে, প্রজ্ঞাপনে ২৩৬ জন পদায়নকৃত কর্মকর্তার মধ্যে বিভাগীয় মামলা, পিআরএল গমন ও ২ মাসের কম সময় চাকরি থাকায় সব মিলিয়ে ১১ জন ব্যতীত ২২৫ জনকে পদায়ন করেছে মন্ত্রণালয়।