আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং এর ৪র্থ ধাপে সখিপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন সজীবের নির্বাচী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলার মোক্তার ফোয়ারা চত্ত্বরে বিকাল ৪ ঘটিকার সময় এই পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি মাথায় নিয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পথসভায় আসতে থাকে। এক পর্যায়ে পথসভা জনসভায় পরিনত হয়, নেমে আসে জনতার ঢল। তীব্র বৃষ্টি মাথা নিয়ে কাক ভেজা হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের হাজার হাজার নেতাকর্মী পথসভায় বসে থাকে।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব সবুর মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন; কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএএম সিদ্দিকী আজাদ সিদ্দিকী, সখিপুর উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন সজীব সহ উপজেলা ও জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।