সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজ শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত, সখিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনসাধারণ উপস্থিত ছিলেন, উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম; বিশেষ অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, শামীম আল মনসুর, আজাদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আ: ছবুর খান মেম্বার, টাংগাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আ: হালিম সরকার লাল সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, দুলাল মাস্টার, দেলোয়ার মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, আবু জাহিদ রিপন, আসলাম সিকদার নোবেল, আব্বাস মাস্টার, ছাত্র নেতা রানা সিকদার, সাইফুল ইসলাম শাফি প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, মহান আল্লাহ আমাদের রমজান মাসের উছিলা করে সবাই কে হেফাজত করুন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।