টাংগাইলের সখীপুরে বর্ণাঢ্য আয়োজনে পাঠক প্রিয় সাপ্তাহিক সখীপুর বার্তার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, সরকারি পিএম পাইলট গভ: স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরিফ পান্না, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহানারা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, নিউজ টাঙ্গাইল সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সানি, সাহিত্য সম্পাদক মোজাম্মেল হক সজল, প্রেসক্লাবের কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইতালি রোম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক কিবরিয়া সজীব, কালের কণ্ঠের কেন্দ্রীয় যুব সংঘের সাধারণ সম্পাদক শামীম আল মামুন, রাশেদা রাশু প্রমুখ বক্তব্য দেন।