বর্তমানে উপজেলায় কচুয়া-আড়াইপাড়া সড়ক, বানিয়ারসিট-দেবরাজ সড়ক বড়চওনা-দাড়িপাকা সড়ক, নলুয়া বহুরিয়া বেলতলী সড়ক, সখিপুর, শালগ্রামপুর, তেজপুরপুর সড়ক বিনির্মানে স্ব স্ব ঠিকাদার ব্যাপক, অনিয়ম দূর্নীতি, লুটপাটের মহোৎসবে পরিনত করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় সখিপুর শালগ্রামপুর তেজপুর সড়কে ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাঙ্গীর এন্ড আব্দুস সালাম খান জেবি প্রো: এস এম জাহাঙ্গীর এলজিইডি মোড়,টাঙ্গাইল।
এ সড়কে ওয়েটিনিং স্টীমেট অনুযায়ী খোয়া ও বালি দেওয়া হয় নাই। সড়কে ৩-৪ ইঞ্চি নতুন খোয়া দেওয়ার কথা থাকলেও কোন খোয়া দেওয়া হয় নাই। এই কারনে নবনির্মিত সড়ক ঢেবে যাচ্ছে। সড়কে কার্পেটিং ৪০মি লি ধরা থাকলেও ২০-২৫ মি লি দেওয়া হয়েছে। ইউ ড্রেন/বক্স কালভার্ট সিডিউল ডিজাইন অনুযায়ী দুই লেয়ার রড ধরা থাকলেও এক লেয়ার রড দেওয়া হয়েছে। সড়কে বিভিন্ন চেই: টি সংযোগ ধরা থাকলেও ২/১টি বাদে কোন টি দেওয়া হয় নাই এবং বিভিন্ন চেই: মাটির কাজ পর্যাপ্ত ধরা থাকলেও কোন মাটির কাজ করা হয় নাই। এই কারনে বর্ষায় সড়কের উপর ২/৩ ফুট পানি উঠে থাকে। উপজেলার অন্যান্য সড়কেরও একই অবস্থা। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান কে মুঠোফোনে কয়েকবার ফোন করার পরও পাওয়া যায়নি।
এলাকাবাসী বলেন, সখিপুরের বিভিন্ন সড়কের কাজ শেষ হতে না হতেই অনেক রাস্তা নষ্ট হয়ে যায়, এ থেকে আমরা পরিত্রাণ চাই, সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।