টাঙ্গাইলের সখিপুরে রাতের আঁধারে নিয়মবহির্ভূতভাবে মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সখিপুর উপজেলার মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদরাসার কমিটি গঠন নিয়ে এ মানববন্ধন করে এলাকাবাসী।
রবিবার সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুংগ্যারচালা বাজারে এ মানববন্ধনের সভাপতিত্ব করেন ওই মাদরাসা প্রতিষ্ঠাতার ছেলে আবদুল মান্নান মিয়া।
এ সময় বক্তব্য করেন মঞ্জুরুল ইসলাম, সাইদুজ্জামান, ইউনূস আলী প্রমুখ।বক্তারা বলেন, কাউকে না জানিয়ে রাতের আঁধারে নিয়মবহির্ভূতভাবে মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হোন জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল। তিনি ২০০৯ সাল থেকে এই মাদরাসায় একক ভাবে ও স্বেচ্ছাচারিতা করে সভাপতি হয়ে আসছেন।আমরা এলাকা বাসী চাই, সকলের ইচ্ছায় সভাপতি নির্বাচিত করতে।
ওই মাদরাসার সুপার আকবর হোসেন বলেন, নিয়মতান্ত্রিক ভাবেই মাদরাসার সভাপতি ও কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ কমিটি মাদরাসা বোর্ড থেকে পাশ হয়ে এসেছে।