গুড নেইবারস বাংলাদেশ সখিপুর সিডিপি কর্তৃক আয়োজিত ধোপার চালা উপজাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ” প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার মি: বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে্ আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, ইউপি সদস্য হোসাইন মাহমুদ এরশাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন সরকার, ও সহাকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আঃকাদের মিয়া।
সিডিপির প্রোগ্রাম অফিসার মি: সলোমন বৈরাগী এবং ড্রিম স্কুল শিক্ষক জুবায়ের সিকদার জুয়েলসহ এলাকার ছাত্র ছাত্রী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বিশ্ব শিশু দিবসের তাৎপর্য তোলে ধরেন। সভাপতির বক্তব্যে বলেন, বিগত বছরে করোনা ভাইরাস মহামারির প্রভাবে বিশ্বব্যাপী ১৬০ কোটিরও বেশি শিশুর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশ্ব শিশু দিবসে আসুন, প্রতিটি শিশু যেন নিরাপদে ও নিরবিচ্ছিন্নভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
সিডিপির প্রোগ্রাম অফিসার বলেন, “আমরা শিশুদের নিরাপদ রাখবো। আমরা শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করবো। আমরা শিশুদের আওয়াজ তোলার অধিকার রক্ষা করার চেষ্টা করব। বিশ্ব শিশু দিবসে পৃথিবীর সকল শিশু ভালো থাকুক এটাই প্রত্যাশা।”