টাংগাইলের সখীপুরে কানাই লাল (৬০)। পেশায় একজন নরসুন্দর। দীর্ঘ ১০ বছর আগে তাদের ছেলে সত্য চন্দ্র শীল (২৬) হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই ছেলের অপেক্ষায় আজও পথ চেয়ে রয়েছেন স্বামী-স্ত্রী দুজনে। বৃদ্ধ এই দম্পতির বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। কানাই লালের দোকান উপজেলা পরিষদ গেটে। তাদের বিশ্বাস ছেলে একদিন ফিরবেই।
কানাই লাল জানান, ২০১১ সালের ৩০ অক্টোবর রাতে ছেলে সত্য চন্দ্র শীল (২৬) অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। এরপর প্রায় ১০ বছর ধরে একমাত্র ছেলের অপেক্ষায় পথ চেয়ে আছেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, ওই সময় ছেলে সত্য চন্দ্র স্থানীয় সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। অভাবের সংসারে অনেক কষ্ট করে তাকে পড়া লেখা করালেও ভাগ্য বিড়ম্বনায় ছেলেটিকে হারিয়ে ফেলেছেন। এদিকে কানাই লালের স্ত্রী চায়না রানির শারীরিক অবস্থাও ভালো না। তিনিও ছেলের চিন্তায় শয্যাসায়ী। সন্তান হারানোর বেদনায় বাবা-মার কান্নাও শুকিয়ে গেছে। নীরব যন্ত্রণা ক্রমশই তাদের বোবা করে দিচ্ছে। অভিমানী ছেলের অপেক্ষা কবে শেষ হবে তাঁদের জানা নেই। তবে মান ভেঙে ছেলে একদিন বাড়ি ফিরবে এ বিশ্বাসই যেন বাবা কানাই লাল শীল ও মা চায়না রানিকে বাঁচিয়ে রেখেছেন।