সখিপুরের বহেরাতৈল ইউনিয়নের বহেরাতৈল তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে মানবকল্যান যুব সংঘ বনাম মানব সেবা ক্লাব বেতুয়া।
উক্ত খেলায়, মানব সেবা ক্লাব বেতুয়া ১-০ গোলে পরাজিত হয়েছে, বিজয়ী দল মানব কল্যাণ যুব সংঘ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহেরাতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ওয়াদুদ হোসেন, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, বহেরাতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সোহেল সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় পৃষ্ঠপোষকতায় ছিলেন তরুণ সমাজ সেবক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আল-আমিন সরকার, সার্বিক তত্বাবধানে ইমরান হাসান সুজন, তাছাড়া রাশেদুল ইসলাম রাশেদ, বহেরাতৈল তরুণ যুব সংঘের বর্তমান সভাপতি জাকির হাসান জীবন, সাধারণ সম্পাদক, আবিদ হাসানসহ তরুণ যুব সংঘের সকলেই উপস্থিত ছিলেন।
উপস্থিত দর্শকরা বলেন মনোমুগ্ধকর খেলা উপভোগ করেছি আমরা, এত সুন্দর ফুটবল ফাইনাল খেলার আয়োজন করার জন্য বহেরাতৈল তরুণ যুব সংঘকে ধন্যবাদ জানাই