সখিপুর উপজেলায় চার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়েছে।
প্রার্থীরা হচ্ছেন- কাঁকড়াজান ইউনিয়নের দুলাল হোসেন, বহেড়াতৈলের বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস, বহুরিয়ায় নুরে আলম মুক্তা, নিরাঞ্জন বিশ্বাস, যাদবপুরে সাবেক চেয়ারম্যান খ: বজলুর রহমান বাবুল।
আজ বৃহস্পতিবার সখিপুর উপজেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক, আলহাজ্ব শওকত সিকদার, সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর তারেকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের কে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের কে শীঘ্রই চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে আমরা সব সময় নির্বাচনী মাঠে আছি,ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে।