সখীপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক সাজ্জাদ লতিফ নির্বাচিত
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে; এতে সভাপতি পদে শাকিল আনোয়ার এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ লতিফ নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৮ মে) বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে শাকিল আনোয়ার (কালের কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ লতিফ (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন:
- সিনিয়র সহ-সভাপতি: মুহাম্মদ আমিনুল ইসলাম (আমার সংবাদ)
- সহ-সভাপতি: সাইফুল ইসলাম শাফলু (এশিয়ান টেলিভিশন)
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শরিফুল ইসলাম বাবুল (জনবাণী)
- যুগ্ম সাধারণ সম্পাদক: জুয়েল রানা (দেশ রূপান্তর)
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
- সাংগঠনিক সম্পাদক: নজরুল ইসলাম নাহিদ (মানবকণ্ঠ)
- অর্থ সম্পাদক: ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ)
- ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: নজরুল ইসলাম (সময়ের কথা)
- দপ্তর সম্পাদক: সোহেল রজত (স্বাধীন বাংলা)
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ শাকের। অন্যান্য কমিশনারদের মধ্যে দায়িত্ব পালন করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালাম ভুঞা, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাহারুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।