টাঙ্গাইলের সখীপুরে পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামী জুয়েল রানাকে(৩৮) হত্যা করেছে স্ত্রী তানিয়া আক্তার। শনিবার দিবাগরাত ১ টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্ত্রী তানিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত জুয়েল রানা ওই গ্রামের মজনু সিকদারের ছেলে। জুয়েলের বাবা বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ৩ জন সন্তানও রয়েছে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার জীবন। সম্প্রতি জুয়েলের সাথে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
এ নিয়ে তানিয়া কয়েকবার বুঝিয়েছেন তাকে। কিন্তু এতেও তাদের সম্পর্ক বাদ যায়নি। শনিবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তানিয়া তার স্বামীকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। এর কিছুক্ষন পরই মৃত্যু হয় স্বামী জুয়েলের। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাত তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।
জুয়েলের প্রতিবেশী ভাগ্নে শামীম বলেন, রাত একটার দিকে মামী আমাকে ডেকে বলে মামা-মামীর মধ্যে ঝগড়া হয়েছে কাঠের টুকরা দিয়ে দুজন দুজনকে ঢিল মেরেছে জুয়েলের ঢিল লাগেনি কিন্তু তানিয়ার ঢিল লেগেছে।
আমি আর আমার বোন গিয়ে দেখি মামা কাত হয়ে পড়ে আছে। এ অবস্থা দেখে আমি তার বাবা-মা’কে ডেকে এনে ভ্যান ডেকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।
সখীপুর থানার অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছে স্ত্রী তানিয়া। আমরা এর সঙ্গে আর কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখছি। আমাদের তদন্ত চলমান আছে।