মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে লাথি মারার ঘটনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তারের অপসারণের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, গত রোববার বেলা ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তি একটি লাঠি হাতে নিয়ে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে যান। তিনি এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে দুপুর দুইটার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন।
এসময় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরকার নূরে আলম মুক্তা এগিয়ে গিয়ে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বলেন। তখন মোতালেব হোসেন ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
এঘটনায় ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তারের অপসারণের দাবিতে ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিযেয় মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম রবি, ডিএম বজলুর রহমান,আব্দুল মান্নান,জাহাঙ্গীর বিশ্বাস, শিপু জামান বুলবুল প্রমুখ।
ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, লোকটি যে মানসিক ভারসাম্যহীন,তা তিনি জানতেন না,জানলে তিনি কোনোভাবেই এ আচরণ করতেন না।তিনি আরো জানান,তাকে ছোট করতে কোনও একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি জানান, ্এঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।