টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর চৌরাস্তা চলছে সরকারি জায়গা বেদখল।
স্থানীয় প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে হচ্ছে ১২০শতাংশ জায়গা বেদখল। এমণকি বেদখলকৃত জায়গায় তৈরিকৃত মার্কেটে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়েছে একটি চক্রের মাধ্যমে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও রাজনৈতিক পালাবদলে এ হাওয়া বইছে বলে এখানকার নানা পেশাজীবিরা মনে করছেন।
জানা যায়, সম্প্রতি মাগন্তিনগর চৌরাস্তা বাজার সংলগ্ন জায়গায় উৎপাদিত গাছপালা বেদখলরত অবস্থায় বাহিনীরা কেটে বিনষ্ট করে ফেলে। এর আগে যারা ওই জায়গায় গাছপালা বপন করত তাদেরকে ভয় দেখানো হয় দখলবাজদের দ্বারা। আব্দুল মতিনের তৈরিকৃত ঘরে তালা ঝুলিয়ে দেয় দখলবাজরা।
ভুক্তভোগী আব্দুল মতিন জানান, আদিবাসী সন্ধ্যা স্যামসাং ও স্থানীয় যুবলীগ নেতা সেলিম এর নেতৃত্বে হচ্ছে এসব দখলবাজ কর্মকান্ড। আমি এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক টাঙ্গাইলসহ একাধিক কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করেছি।
একটি সুত্র জানায়, নিহত চলেস রিচিল আদিবাসী জীবিত থাকাকালীন মাগন্তিনগর চৌরাস্তা গ্রামের আবদুল মতিন এই জায়গা ক্রয় করেছিলেন। কিন্তু এখন মধুপুর উপজেলা পরিষদে নব-নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় তাদের বাহামভুক্তরা ওই জায়গা বেদখল করছে।
তবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে আদিবাসী নেত্রী সন্ধ্যা স্যামসাং মুঠোফোনে জানান, আমার নিহত স্বামী চলেস রিচিল এ জায়গার মালিক। এখন মাগন্তিনগর চৌরাস্তা বাজার কমিটি এ জায়গা দখলে নিচ্ছে। শুধু আমি আর সেলিম এ জায়গা নিচ্ছি না।
এ বিষয়ে মোবাইলে জানতে চেয়ে ফোন দেওয়া হলে বেরিবাইদ ইউপি চেয়ারম্যান মো: জোলহাস উদ্দিন জানান, মাগন্তিনগর চৌরাস্তায় আব্দুল মতিন এর স্ত্রী নুর জাহান এর যে জায়গা ক্রয় করেছিলেন তার পরিমাণ ১২০শতাংশ। ওই জায়গা এখন অন্যরা বেদখল করছে। চুনিআর বেরিবাইদ মৌজার ৩৯৩, ৬০৬নং দাগে ১নং খতিয়ানে ১২০শতাংশ ভূমি এমদাদ গং ও নওশের ফকিরের নামীয় দখলে ছিল ইতিপূর্বে ।
পরবর্তীতে নিহত চলেস রিসিল মারফত আব্দুল মতিনের স্ত্রী নুর জাহান বেগম ওই জমি হস্তান্তর করে নেন। তবে এমদাদ ও নওশেরের পুত্র বাদশা ও মালেক মিয়া জানান, এই ভূমি আমাদের পিতার দখলে ছিল।
স্থানীয়রা জানান, মাগন্তিনগর চৌরাস্তা বাজার কমিটি ১৯৯০সনে ট্রাক অফিস তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়। এখনো জোর দখলে ওই চক্র নুর জাহান বেগমদের জায়গা হাতিয়ে নিচ্ছে। নুর জাহান বেগম এর কাছ থেকে ক্রয় করা আব্দুল আজিজের ২বিঘা জমিও বেদখলে নিয়েছে সন্ধ্যা সামসাং বাহিনী।
এ জায়গা দখল কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেখা দিয়েছে মাগন্তিনগর চৌরাস্তা এলাকায়।