মির্জাপুরে প্রতারকদের প্রতারণার শিকার হয়ে মো.ওমর ফারুক (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ পাওয়া গেল রেললাইনে। শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনের কাছে ট্রেনে পড়ে তার মৃত্যু হয় বলে রেলসূত্র জানিয়েছে।
খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। নিহত কলেজ শিক্ষার্থী নওগাঁ জেলার মান্দা উপজেলার দ.নুরুলাবাদের বাসিন্দা।
মির্জাপুর রলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি ছেলে স্টেশনে আসে ট্রেনের খোঁজ নিতে। সে একজন কলেজ ছাত্র বলে জানিয়েছে। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠে। বাসে তাকে প্রতারকরা নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়ে তার সবকিছু লুটে নিয়েছে।
রাতে বাস থেকে মির্জাপুরে তাকে নামিয়ে দেওয়া হয়। সকালে রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজন মারা যাওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে সেই কালেজছাত্রের লাশ দেখতে পান বলে তিনি জানান।
পরে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। কোন ট্রেনে কাটা পড়েছে তা সঠিক করে বলতে না পারলেও ভোর ৪ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হয় বলে স্টেশন মাস্টার জানান।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, মির্জাপুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় জানার চেষ্টা করা হবে বলে তিনি জানান।