মির্জাপুরে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার তদারকি ও পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে মির্জাপুর বাজার সরজমিন মনিটরিং করেন বিশেষ টাস্কফোর্স কমিটি।
বাজার মনিটরিংকালে রাস্তা দখল করে ফলের ব্যবসা করায় আব্দুল মান্নানকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও মুদি, মনোহারি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহীন কবির শুভ, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা সেনেটারি পরিদর্শক আনোয়ারুল ইসলাম প্রমুথ।