সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুভাশীষ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারহা নাহিন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বাহার উদ্দিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মফিজুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সহকারি জামিল ভুঁইয়া, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সুলতান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।