টাঙ্গাইলের মির্জাপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মির্জাপুর বাজারের কয়েকটি স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে দুটি মোটরসাইকেল মালিককে ২ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
এছাড়াও ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখার নির্দেশনা, নিষিদ্ধ পলিথিন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারনা নাহিন,
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনসহ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ পলিথিন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।