টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সহকারি কমিশন ভূমি ও পৌর প্রশাসক মাসুদুর রহমানসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সহ-সভাপতি মোঃ: জহিরুল ইসলাম শেলী, সাধারণ সম্পাদক হারুন অর- রশিদ, কোষাধ্যক্ষ মোঃ: আশরাফ উদ্দিন আহমেদ, ভোরের পাতার সাংবাদিক শিলা আক্তার।
উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনও কে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষয়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ । তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সাথে নিয়ে এগিয়ে ভালো কিছু করতে চাই।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বিসিএসের ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে তিনি দুইটি কন্যা সন্তানের জনক।