টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
প্রথমদিন এই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় উয়ার্শী ইউনিয়ন একাদশ ৩-১ গোলে ভাওড়া ইউনিয়ন একাদশকে এবং দ্বিতীয় খেলায় মির্জাপুর পৌরসভা (২) একাদশ ৪-১ গোলে মহেড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। অপরদিকে গোড়াই জমিদার বাড়ি মাঠে লতিফপুর ইউনিয়ন একাদশ উপস্থিত না হওয়ায় গোড়াই ইউনিয়ন একাদশ জয়ী এবং তরফপুর ইউনিয়ন একাদশ ২-০ গোলে বহুরিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
লীগ পর্যায় উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌরসভার ২টি দলসহ মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে জানা গেছে।