শিলা আক্তার, মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জাপা মনোনিত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীকে ভোট চাইলেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া বাজারে এক নির্বাচনী পথসভায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চান।
জানা গেছে, এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় থাকলেও প্রতীক বরাদ্দের পর থেকে জাপা প্রার্থী নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তার ভ‚মিকা নিয়ে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে জহিরুল ইসলাম জহির তার অবস্থান স্পষ্ট করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী পথসভায় উপস্থিত হন। পথসভায় তিনি নিজে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি সাহেদ আনোয়ারসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সিবার উদ্দিন গোড়াই মা ফাতেমা স্কুল এ্যান্ড কলেজে ট্রাক প্রতীকের এজেন্টদের সভায় স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে জাতীয় পার্টির কাজ করার ঘোষণা দেন।
জাপা প্রার্থী জহিরুল ইসলাম জহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এবং তার দল স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে কাজ করবেন। আ.লীগের সাথে জাপার জোট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আ.লীগের সাথে আমাদেও কোন জোট হয়নি। তাদেও সাথে কিছু আসন ভিত্তিক সমঝোতা হয়েছে বলে তিনি জানান।