শিলা আক্তার, মির্জাপুর:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাধ্যমিক ও দাখিল মাদরাসাসহ ৬৬টি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণির এগারো শত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। আর এই নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বই বিতরণ উৎসব উপলক্ষে ওই বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম মাখন, জালাল উদ্দীন, শহীদুর রহমান সিদ্দিকীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা।
নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। এ বিষয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সারাহ্ জামান বলে, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুবই আনন্দ লাগছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম মিশন নাইনটিকে জানান, আজকে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসাসহ উপজেলায় ৬৬টি বিদ্যালয়ে বই বিতরণ করা হচ্ছে।