মির্জাপুরে কোইকা গ্লোবাল কেয়ারের ‘প্রোজেক্ট পারফরম্যান্স শেয়ারিং ফোরাম –২০২৫’ অনুষ্ঠিত
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের কনফারেন্স রুমে শনিবার ১১ টায় অনুষ্ঠিত হলো কোইকা গ্লোবাল কেয়ারের ‘প্রোজেক্ট পারফরম্যান্স শেয়ারিং ফোরাম–২০২৫’।
এ অনুষ্ঠানে প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এই ফোরামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফিল্ড ম্যানেজার লিপোস ম্রী।
ফোরামে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক লাইন ডিরেক্টর, এনসিডিসি প্রফেসর ড. সৈয়দ জাকির হোসেন; সিভিল সার্জন, সিভিল সার্জন অফিস টাঙ্গাইল ড. ফারাজি মোহাম্মদ মাহবুবুল আলম মনজু; ম্যানেজিং ডিরেক্টর, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. মি. রাজিব প্রসাদ সাহা; ইউএইচএফপিও, ইউএইচসি মির্জাপুর ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম; উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অফিস, মির্জাপুর সুদেব কর্মকার; সার্ভেইলেন্স মেডিকেল অফিসার, হার্ট ফাউন্ডেশন ড. আব্বাস ইবনে করিম; অ্যাসোসিয়েট প্রফেসর, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ড. এ. বি. আলী হাসান; ডেপুটি ডিরেক্টর (অপারেশনস), কুমুদিনী হাসপাতাল অনিমেষ ভৌমিক; এজিএম, কুমুদিনী হাসপাতাল মো. আবদুল হাই; পরিচালক, কুমুদিনী হাসপাতাল ড. পি. কে. রায়; প্রিন্সিপাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ প্রফেসর ড. এম. এ. হালিম; মেডিকেল অফিসার, ইউএইচসি মির্জাপুর ড. নীপা কর্মকার।
এছাড়া প্রোজেক্ট ম্যানেজার ড. লিম ও ড. পার্ক প্রকল্প প্রতিবেদক হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা প্রকল্পের কাজ, মাঠপর্যায়ের পরিবর্তন ও উন্নয়ন, স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ডাক্তার, নার্স, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও অন্যান্য অংশগ্রহণকারীরা।