হৃদরোগে সাংবাদিক ও প্রকাশক হোসনি জুবাইরির আকস্মিক মৃত্যু
মির্জাপুরের প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক বারবেলার সম্পাদক হোসনি জুবাইরি আর নেই; আজ দাফন সম্পন্ন
টাঙ্গাইলের মির্জাপুরের প্রবীণ সাংবাদিক, রিপোর্টার ইউনিটি মির্জাপুরের আহ্বায়ক এবং সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও অনলাইন পোর্টাল দৈনিক নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক হোসনি জুবাইরি (৪৫) আর নেই।
রোববার (২৩ নভেম্বর) রাত ১০টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে হতিয়া চতৈল বাইদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন মির্জাপুর উপজেলার স্বনামধন্য দন্ত চিকিৎসক ডা. সানোয়ার হোসেনের পুত্র।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন—বিএনপি’র জাতীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার, গণঅধিকার দলের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সম্পাদক হারুন অর রশিদসহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।