মির্জাপুরে পানিতে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ঝিনাই নদে পড়ে নিখোঁজ; দীর্ঘ চেষ্টার পর ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে ঝিনাই নদে পড়ে জুবায়ের হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খেলার সময় পরিবারের অজান্তে জুবায়ের বাড়ির পাশের ঝিনাই নদে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেন।
নদীর স্রোত ও গভীরতার কারণে মির্জাপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইলের ডুবুরি দল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি।
অবশেষে শনিবার সকালে স্থানীয়রা নদে ভাসমান অবস্থায় জুবায়েরের মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. বেলায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।