মির্জাপুর
মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের লাশ
পোস্টকামুরী চুনাতিপাড়া এলাকায় উদ্ধার মরদেহ; পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠেছে নারায়ণ পাল (৯৮) নামে এক বৃদ্ধের লাশ। বুধবার (২২ অক্টোবর) পৌরসদরের পোষ্টকামুরী চুনাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মির্জাপুর পৌরসদরের পোষ্টকামুরী পালপাড়া গ্রামের নিবারণ পালের ছেলে।
নিহতের ছেলে রতন পাল বলেন, গত সোমবার সকাল থেকে তাঁর বাবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার মির্জাপুর থানায় জিডি করা হয়। বুধবার দুপুরে স্থানীয়রা চুনাতিপাড়া এলাকায় একটি পুকুরে বৃদ্ধের লাশ ভাসতে দেখতে পেয়ে তা উদ্ধার করেন।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।