মির্জাপুরে টনসিল অপারেশনের পর শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের পর তাসরিফা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায় এড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর তাসরিফা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুর পর তাকে অন্য হাসপাতালে রেফার্ড করে দায় এড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর ক্লিনিকের লোকজন ঘটনাস্থল থেকে সরে পড়ে। তাসরিফা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ আহমেদ ও পলি বেগম দম্পতির বড় সন্তান।
শিশুটির বাবা পারভেজ আহমেদ জানান, দুপুরে অপারেশনের পর মেয়েকে বেডে দেওয়া হলে তার খিঁচুনি শুরু হয়। নার্সকে জানালে তারা এটিকে স্বাভাবিক বলে জানান। কিন্তু কিছুক্ষণ পর শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে স্থানীয় কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটি জীবিত নেই। এরপর ক্লিনিকে ফিরে এলে কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
শিশুটির অপারেশনকারী ডা. এম এম বিল্লাহ বলেন, “অপারেশন সঠিকভাবেই হয়েছে। এটি অ্যানেস্থেশিয়া জনিত কোনো বিষয় হতে পারে।”
অন্যদিকে, অ্যানেস্থেশিয়া প্রদানকারী ডা. সাইফ আব্দুল্লাহ বলেন, “অ্যানেস্থেশিয়া জনিত জটিলতা হলে অপারেশন শেষে শিশুটির জ্ঞান ফিরতো না। অপারেশন শেষে আমি নিজে এবং শিশুটির পরিবারের লোকজন তার সাথে কথা বলেছি।”
এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের পরিচালক মোস্তফা মিয়া একেক সময় একেক তথ্য দেন এবং বিষয়টি ধামাচাপা দিতে নিহতের নিকটাত্মীয়দের ম্যানেজ করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি শুনেছি, কিন্তু এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”