মির্জাপুর
মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু
টাঙ্গাইলের মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে একটি তিন বছর মেয়াদী কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সীর (কইকা) অর্থায়নে গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী হাসপাতাল যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। প্রাথমিকভাবে মির্জাপুর উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ নিয়ে কাজ করা হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে।
**সোমবার (৩০ জুন)** বেলা এগারোটায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বি পি পতি হলে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সীর (**কইকা**) অর্থায়নে **তিন বছর মেয়াদী** এই প্রকল্পটি গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী হাসপাতাল যৌথভাবে বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় মির্জাপুর উপজেলার **১৪টি ইউনিয়নের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের** মধ্যে প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ নিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি অ-সংক্রামক রোগ প্রতিরোধ কর্ণার (**এনসিডি**) থাকবে, যার মাধ্যমে রোগীরা বিনামূল্যে ওষুধসহ অন্যান্য সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
- প্রধান অতিথি: এনসিডিসির মেডিসিন বিভাগের প্রফেসর **ডাক্তার সৈয়দ জাকির হোসেন**।
- বক্তব্য রাখেন: লাইন ডিরেক্টর **ডাক্তার জয়নাল আবেদীন টিটু**, কইকা বাংলাদেশের উপপরিচালক **সুজিন কং**, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক **মাহাভির পতি**, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের অতিরিক্ত প্রকল্প পরিচালক **ডাক্তার মাহফুজুর রহমান ভুইয়া**।
- উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা **ডাক্তার ফরিদুল ইসলাম**, উপজেলা সমাজসেবা কর্মকর্তা **মোবারক হোসেন**।
- প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন: প্রকল্প ব্যবস্থাপক **ডাক্তার সেওনাঙ লিম**।
- অনুষ্ঠান সমাপনী বক্তব্য: কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর **ডাক্তার এ এম হালিম**।