মির্জাপুরে একযোগে ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে একযোগে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে একযোগে **১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে** বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বুধবার সকালে উপজেলা সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) **এ.বি.এম আরিফুল ইসলাম**।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার **মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস**, মাধ্যমিক শিক্ষা অফিসার **জুলফিকার হায়দার**, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি **নিরঞ্জন পাল**, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক **জসিম উদ্দিন খান** সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এ উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে **তিনটি করে গাছের চারা** রোপণ করা হয়। এই কর্মসূচি জেলার প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।