টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেছেন, উন্নয়ন কাজে অনিয়ম সহ্য করা হবেনা। উন্নত জাতি গঠনের স্বার্থে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
রোববার সকাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ৫১ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর নির্বাহী কর্মকর্তা মা. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসানাত, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, বাবুল হাসান, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ৫১ লাখ টাকা ব্যয়ে ৩১৫ মিটার রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করেছেন মেসার্স নরেশ চন্দ্র সরকার কনস্ট্রাকশনের মালিক রতন কুমার সরকার।