টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে ৪ নবজাতকের জন্ম দিলেন আঁখি সরকার (২৬) নামের এক গৃহবধু। তবে ৪ নবজাতকের মধ্যে গর্ভেই একজনকে মৃত অবস্থায় পান ডাক্তার। জীবিত নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুটি কন্যা সন্তান।
রোববার (৬ এপ্রিল) রাতে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই ৪ নবজাতকের প্রসব করান হাসপাতালটির গাইনি বিভাগের আবাসিক সার্জন ডাঃ মেহেরুন নেছা।
আখি সরকার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যোতুকি গ্রামের রতি সরকারের স্ত্রী। ১২ বছরের দাম্পত্য জীবন তাদের সংসারে ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া আরেকটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের মাধ্যমে জানা যায়, রবিবার সন্ধ্যায় প্রসব ব্যথা নিয়ে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি হন আঁখি সরকার। রাতেই তার সিজারিয়ান অপারেশন করানো হয়।
নবজাতকদের বাবা মালয়েশিয়া প্রবাসী রতি সরকার বলেন, আমি খুব দুঃচিন্তায় ছিলাম। কয়েকটি ক্লিনিকে গিয়েছি কিন্তু তারা সাহস পাননি। বর্তমানে শিশু ও তাদের মা ভাল আছে। তাদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের সার্জন ডাঃ মেহেরুন নেছা জানান, গড়ে পাঁচ লাখ বারো হাজার গর্ভধারণে এটি একবার ঘটে। এ ধরনের প্রেগন্যান্সি মা ও চিকিৎসকের জন্য একটি চ্যালেঞ্জ। আল্লাহর অসীম রহমতে সফলভাবে কাজটি করতে পেরেছি। তবে একটি শিশু গর্ভেই মৃত অবস্থায় ছিল।