টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) মহা নবমীর দিন সন্ধ্যায় পূজামন্ডপ পরিদর্শন করে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ, কালিহাতী কেন্দ্রীয় জয়কালি মন্দিরের সভাপতি পরিতোষ সেন, সিনিয়র সহ-সভাপতি শাওন সাহা চৌধুরী সাধন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ ও ছাত্রলীগ নেতা সাহেদ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।