টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ই মার্চ ১৯ই রমজান বৃহস্পতিবার পারখী ইউনিয়নের বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী উপজেলা যুব দলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাশমত আলী রেজা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারেকুল ইসলাম ঝলক,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন সহ জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।