কালিহাতীতে গ্রাম্য শালিশকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষ
শতাধিক দোকান ভাঙচুর ও লুট, বিএনপির সাবেক সভাপতি আহত।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে গ্রাম্য শালিশ কে কেন্দ্র করে তিন গ্রামের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ঘটনা ঘটেছে। আজ ৩ মার্চ (সোমবার) বেলা ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কয়েকদিন আগে উপজেলার মুলিয়া ও শাকরাইন গ্রামের মধ্যে ঝামেলা চলছিলো,এই ঝামেলা মিমাংসা করার জন্য এই দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের নিয়ে উপজেলার শোলাকুড়া বাজারে গ্রাম্য শালীশের ডাক দেন সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ ও স্থানীয় মাতব্বর বৃন্দ।
শালিশের একপর্যায়ে শাকরাইন গ্রামবাসী হট্টগোল শুরু করে এবং শালিশে উপস্থিত সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক শুকুর মাহমুদ সহ সকল মাতব্বর ও মুলিয়া গ্রামবাসীদের উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে বিএনপি নেতা শুকুর মাহমুদ মাথায় আঘাত পায় এবং এই সংবাদ সহদেবপুর ছড়িয়ে গেলে সহদেবপুর গ্রামবাসীরা ছুটে আসে এবং তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের কয়েক হাজার জনগণ এই সংঘর্ষে লিপ্ত হয় এবং শোলাকুড়া বাজারের প্রায় শতাধিক দোকান ভাঙচুর ও দোকানের মালামাল লুট করা হয়। এতে পুলিশ সহ আরও বেশ কয়েকজন আহত হয়।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও কালিহাতী থানা পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে।