২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২ এর সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কৃষক শ্রমিক জনতালীগ কালিহাতী উপজেলা শাখা।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে কালিহাতী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগ কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ইথার হোসেন সিদ্দিকী, যুব আন্দোলন কালিহাতী উপজেলা শাখার আহবায়ক নাজমুল আলম ফিরোজ, কৃষক শ্রমিক জনতালীগ কালিহাতী উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষক সম্পাদক তারিকুল ইসলাম ফিরো, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা আনছারী, সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন আহমেদ রাব্বি, কালিহাতী পৌর কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ইঞ্জিনিয়ার খলিল, কৃষক শ্রমিক জনতালীগের কালিহাতী উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেব, যুব আন্দোলন নেতা আমানসহ কৃষক শ্রমিক জনতালীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।