টাঙ্গাইলের কালিহাতীতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মোকাদ্দেছকে, হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাংবাদিক কামরুল হাসান মোকাদ্দেছ বাদী হয়ে আউলটিয়া গ্রামের জোয়াহের আলীর ছেলে আব্দুল মালেক (৩৮), মৃত কুতুব আলীর ছেলে তমছের আলী (৭০) ও তমছের আলীর ছেলে বেল্লাল হোসেন (৩৫) কে অভিযুক্ত করে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় বিরোধীয় জমি পরিমাপ করার জন্য দিন ধার্য্য করা হয়েছিল। সে মোতাবেক সাংবাদিক কামরুল হাসান জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সেখানে উপস্থিত হয়। কিন্তু কালিহাতী ভূমি অফিসের সার্ভেয়ার উপস্থিত না হওয়ায়, ঐ উল্লেখিত বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিবাদীরা সাংবাদিক কামরুল হাসানকে মারপিট করার জন্য ধাওয়া করে। পরে তার ডাক চিৎকারে উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে বাদী কামরুল হাসানকে বিবাদীদের হাত থেকে উদ্ধার করেন। এ সময় বিবাদীরা প্রকাশ্যে জোড় পূর্বক জমি দখলসহ কামরুল হাসান মোকাদ্দেসকে ও তার পরিবারকে উদ্দেশ্য করে খুন-যখমসহ বিভিন্ন ধরণের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Subscribe
Login
0 Comments
Oldest